বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমতল রাজনৈতিক পরিবেশ তৈরি হলে তাঁর দল যেকোনো সময় জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জামায়াতের নিবন্ধন ও নির্বাচন বিষয়ে অবস্থান স্পষ্ট করতেই এ আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, “আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একটি নমনীয় সময়সীমার কথা বলেছি। আগে ফেব্রুয়ারির কথা বললেও পরে তা বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করেছি। তবে বিএনপি ডিসেম্বরকে নির্দিষ্ট সময় হিসেবে ধরেছে। এখন যদি ডিসেম্বরেই নির্বাচন হয়, আমরা দেখব—পরিস্থিতি সমতল হয়েছে কি না। যদি দেখি একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, তাহলে আমরা অংশ নেব। আমাদের কোনো আপত্তি নেই।”
তিনি আরও বলেন, শুধু সময় নির্ধারণ করলেই হবে না, আগে নিশ্চিত করতে হবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ। তা না হলে সময় নির্ধারণ করে নির্বাচন করেও কোনো সুফল আসবে না।
জামায়াত আমিরের ভাষ্য, রমজানের আগে অথবা প্রয়োজনে এপ্রিলের মধ্যেই নির্বাচন আয়োজন করা উচিত। কারণ, মে মাসের পর গরমের কারণে নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে।
বিদেশে অবস্থানরত প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, “প্রবাসীরা ভোট দিতে পারেন না, এটা দুঃখজনক। আমরা চাই, নির্বাচন কমিশন তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করুক। এটা বাস্তবায়নযোগ্য একটি বিষয়, কিন্তু ইসির পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।”
অনুষ্ঠানে আরও আলোচনা হয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, বিচারব্যবস্থার সংস্কার, দলীয় প্রতীক ও জামায়াতের নিবন্ধন সংক্রান্ত নানা বিষয়ে।

0 Comments