কারাগারে আইনের বই পড়ছেন সাবেক প্রতিমন্ত্রী পলক

 


কারাগারে বই পড়ে সময় কাটাচ্ছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। আইনচর্চায় নিজেকে আবারও যুক্ত করতে চান তিনি। এজন্য পাঁচটি আইনের বই কারা কর্তৃপক্ষের মাধ্যমে সরবরাহের অনুরোধ জানিয়েছেন পলক।

আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলেন পলক। এ সময় গণমাধ্যমকর্মীদের কোনো প্রশ্নের জবাব না দিয়ে চুপ থাকেন তিনি, যা তাঁর পূর্ববর্তী উপস্থিতিগুলোর তুলনায় ব্যতিক্রম।

আদালতে পলকের আইনজীবীদের একজন ফারজানা ইয়াসমিন জানান, পলক যে বইগুলো চেয়েছেন সেগুলো হলো: ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি), দেওয়ানি কার্যবিধি (সিপিসি), দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং ‘জাতীয় সংসদে জুনাইদ আহ্‌মেদ পলক’ শীর্ষক একটি গ্রন্থ।

ফারজানা ইয়াসমিন বলেন, “পলক পেশায় আইনজীবী ছিলেন। সংসদ সদস্য হওয়ার আগে তিনি উচ্চ আদালত ও নিম্ন আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন। কারাবন্দি হওয়ার পর তিনি আবার আইনের বই পড়ায় মনোনিবেশ করছেন।”

২৬ জন ভিআইপি বন্দীর একজন পলক

গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে পলক কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি রয়েছেন। কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এই কারাগারে পলকসহ ২৬ জন ভিআইপি বন্দি আছেন। তাঁরা প্রত্যেকেই প্রথম শ্রেণির বন্দির মর্যাদা ভোগ করছেন।

প্রথম শ্রেণির বন্দিদের জন্য নির্ধারিত কক্ষে একটি খাট, টেবিল-চেয়ার, টেলিভিশন ও একটি জাতীয় দৈনিক সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। তাঁরা চাইলে কারাগারের ক্যান্টিন থেকেও খাবার কিনে খেতে পারেন। সেইসঙ্গে কারাগারের লাইব্রেরিতে প্রায় দুই হাজার বই রয়েছে, যেগুলো বন্দিরা পড়তে পারেন। তবে সরকার নির্ধারিত নিষিদ্ধ বই ছাড়া অন্যান্য বই যাচাই করে অনুমোদন দিলে বন্দিরা তা পেতে পারেন।

আদালতে অন্য ভিআইপি বন্দিরা

আজ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমানসহ আরও কয়েকজন ভিআইপি বন্দিকে হাজির করা হয়। তাঁদের মধ্যে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে আনিসুল হক শাহে আলম মুরাদকে দেখে খোঁজখবর নেন। পলকও পরে মুরাদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে যুক্ত হন।

এদিন আদালতে শুনানি শেষে তাঁদের আবার হাজতখানায় নেওয়া হয়। শুনানিতে সালমান এফ রহমানসহ চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি, নিউমার্কেট থানার ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শাহে আলম মুরাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


Post a Comment

0 Comments