রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা চালিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যবসায়ী মাহমুদুল হাসান গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বরের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান।
মাহমুদুল হাসানের একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে মিরপুর-১০ নম্বরে। ঘটনার সময় তিনি তাঁর শ্যালককে সঙ্গে নিয়ে বাসা থেকে হেঁটে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিসের পেছনের গলি দিয়ে মূল সড়কে ওঠার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হঠাৎ তাঁদের গতিরোধ করে।
ছিনতাইকারীরা মাহমুদুল হাসানের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তাঁর পায়ে লাগে। পরে পরিবারের সদস্যরা তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত।
সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছিনতাইকারীরা পূর্বপরিকল্পিতভাবে ব্যবসায়ীকে অনুসরণ করছিল। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ শুরু হয়েছে।

0 Comments