ইশরাককে শপথ না করালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

 


বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে নগর ভবনের মূল ফটকের ভেতরে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন কর্মসূচির প্রধান সমন্বয়কারী ও সাবেক সচিব মশিউর রহমান। এরপর আজকের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়।

মশিউর রহমান সাংবাদিকদের বলেন, "আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, যার অর্ধেক সময় ইতোমধ্যে পার হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। বাকি ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে আমরা কঠিনতর আন্দোলনে যাব। এই আন্দোলনের মাধ্যমেই ঢাকাবাসী তাঁকে মেয়রের পদে বসাবে।"

তিনি আরও জানান, অবস্থান কর্মসূচি চলাকালে নগরবাসীর ভোগান্তি যাতে না হয়, সেজন্য সিটি করপোরেশনের জরুরি বিভাগ—বিশেষ করে পরিচ্ছন্নতা শাখার কার্যক্রম চালু থাকবে। কর্মীরা মালামাল আনতে ও কাজে অংশ নিতে পারবেন।


Post a Comment

0 Comments